Honorable Death Person



প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুর রব

পরিচালক

শোকবার্তা

তারিখ: ১২.০১.২০১৬

আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের সহকর্মী প্রশিকার পরিচালক, বীর মুক্তিযোদ্ধা ও ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুর রব, গত ১১.০১.২০১৬ তারিখ, ভোর ৪:৪০ ঘটিকার সময় মহাখালিস্থ বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি......রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

জনাব রবের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মাহবুব-উল-করিম
প্রধান নির্বাহী
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।


প্রয়াত প্রধান নির্বাহী জনাব মাহবুব-উল-করিম

প্রধান নির্বাহী

শোকবার্তা

তারিখ: ০৯.০৫.২০১৬

আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান নির্বাহী আমাদের প্রিয় জনাব মাহবুব-উল-করিম গত ০৮.০৫.২০১৬ দিবাগত রাত ৯:৩০ মিনিটের সময় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি......রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

তাঁর পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া এবং বর্তমানে তিনি ধানমন্ডিতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রশিকা পরিবারের সকল স্তরের কর্মীবৃন্দ, গভার্নিং বডির সম্মানিত সকল সদস্য ও সাধারণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত।

আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এম.এ. ওয়াদুদ
চেয়ারম্যান
প্রশিকা গভার্নিং বডি।


প্রয়াত অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ

চেয়ারম্যান, প্রশিকা গভার্নিং বডি

শোকবার্তা

তারিখ: ০৩.০৫.২০২০

আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, প্রশিকা গভার্নিং বডির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, গত ০২.০৫.২০২০ তারিখ, শনিবার, সকাল ১০.০০ ঘটিকার সময় পশ্চিম রামপুরা, ঢাকাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

তিনি প্রশিকা পরিবারের একজন একনিষ্ঠ সদস্য ছিলেন। প্রশিকার দূর্যোগকালীন সময়ে প্রধান কান্ডারী হিসেবে তিনি জীবনের ঝুঁকি নিয়েও প্রশিকার সাথে কাজ করেছেন। প্রশিকা একজন সত্যিকারের অভিভাবককে হারালো।

প্রশিকার সকল স্তরের কর্মী, জেনারেল বডি ও গভার্নিং বডির পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সিরাজুল ইসলাম
প্রধান নির্বাহী
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।


প্রয়াত জনাব সিরাজুল হক

উপ-প্রধান নির্বাহী

শোকবার্তা

তারিখ : ০৪.০৬.২০২০

আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের সহকর্মী জনাব সিরাজুল হক গত ০৩.০৬.২০২০ইং বুধবার, বিকাল ৬.১০ ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি প্রশিকায় দীর্ঘদিন বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে তার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে সম্পন্ন করেছেন। সর্বশেষ তিনি প্রশিকার উপ-প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি প্রশিকা পরিবারের একজন একনিষ্ঠ, আন্তরিক ও কর্মদক্ষ সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে প্রশিকা একজন সত্যিকারের কর্মবীরকে হারালো।

প্রশিকার সকল স্তরের কর্মীদের পক্ষ থেকে আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সিরাজুল ইসলাম
প্রধান নির্বাহী
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।


প্রয়াত নজমুল আহসান নিরব

উপ-পরিচালক

শোকবার্তা
সেপ্টেম্বর ০৫, ২০১৯

আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের সহকর্মী জনাব মোঃ নজমুল আহসান (নিরব), কর্মী নম্বর-২৬৩, সাবেক উপ-পরিচালক গত সেপ্টেম্বর ০৪, ২০১৯, রোজ-বুধবার, বিকেল-৫.০০ ঘটিকায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সিরাজুল ইসলাম
প্রধান নির্বাহী
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।


প্রয়াত নার্গিস জাহান বানু

পরিচালক

শোকবার্তা

তারিখ : ১২/১১/২০২০

আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের সহকর্মী মিজ নার্গিস জাহান বানু, অদ্য ১২/১১/২০২০ইং বৃহস্পতিবার, বিকাল ২.২৫ ঘটিকার সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি প্রশিকায় দীর্ঘদিন বিভিন্ন কর্মসূচিতে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব সম্পন্ন করেছেন। সর্বশেষ তিনি প্রশিকার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে দুইবার সদস্য নির্বাচিত হন।

তিনি প্রশিকা পরিবারের একজন একনিষ্ঠ, আন্তরিক ও কর্মদক্ষ সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে প্রশিকা একজন নিবেদিত কর্মবীরকে হারালো।

প্রশিকার সকল স্তরের কর্মীদের পক্ষ থেকে আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সিরাজুল ইসলাম
প্রধান নির্বাহী
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।


প্রয়াত মোঃ সানোয়ার হোসেন

উপ-পরিচালক

শোকবার্তা
তারিখ : ২৮.০১.২০২১

আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের সাবেক সহকর্মী জনাব মোঃ সানোয়ার হোসেন, কর্মী নম্বর-৪৭, উপ-পরিচালক (মাইক্রোফিন্যান্স ফিল্ড অপারেশন) কেন্দ্রীয় অফিস, ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২১ইং বৃহস্পতিবার, দিবাগত রাত ২:০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন (إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ -ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

দীর্ঘদিন তিনি প্রশিকায় কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা প্রশিকা পরিবারের সবাই শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সিরাজুল ইসলাম
প্রধান নির্বাহী
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।


প্রয়াত স্থপতি বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন

প্রশিকার শুভাঙ্খী

শোকবার্তা

০৩ জানুয়ারি ২০২৩

আমরা প্রশিকার সকল কর্মী ও ব্যবস্থাপকবৃন্দ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, দেশবরেণ্য স্থপতি এবং নগর পরিকল্পনাবিদবীর মুক্তিযোদ্ধা জনাব মোবাশে^র হোসেন গত ০২ জানুয়ারি ২০২৩ দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি।

জনাব মোবাশে^র হোসেন-এর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বিখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান এসোকনসাল্ট এবং নীড় লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ছিলেন ঢাকার অন্যতম উঁচু ও শিল্পশৈলী প্রশিকা ভবনের নির্মাণ স্থপতি। তিনি শুধু বাংলাদেশের নয়, এশিয়ার মধ্যেও ছিলেন প্রসিদ্ধ স্থপতি। তিনি একসময় কমনওয়েলথ স্থপতি এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি একজন ক্রীড়া সংগঠক হিসেবেও যথেষ্ট সক্রিয় ছিলেন। তাছাড়া নগর পরিকল্পনাবিদ হিসেবে সরকারের নিকট তার পরামর্শ সবসময় প্রণিধানযোগ্য ছিল। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, জনাব মোবাশের হোসেন মৃত্যুর পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে তার মৃতদেহ দান করে গেছেন।

তিনি ছিলেন সদালাপী ও সত্যভাষী। তার মতো একজন মেধাবী, সৎ, মিষ্টভাষী, যুক্তিবাদী ও সজ্জন ব্যক্তিকে হারানো অত্যন্ত বেদনাদায়ক। তিনি প্রশিকার একজন শুভাকাক্সক্ষী ছিলেন। দেশের একজন কৃতি সন্তানকে হারিয়ে আপামর জনগণের মতো আমরা প্রশিকার কর্মীবৃন্দও শোকাহত।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শ্রদ্ধা অর্পণে-

সিরাজুল ইসলাম
প্রধান নির্বাহী
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।


প্রয়াত বীরমুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী

প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রশিকার প্রতিষ্ঠাকালীন কমিটির প্রতিষ্ঠাতা সদস্য


শোকবার্তা
১১ এপ্রিল ২০২৩

আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠার সময়ের ৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার, রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগতেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

মুক্তিযুদ্ধে তাঁর অবদান অপরিসীম

জনাব চৌধুরী বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। তিনি আগরতলা ও মেলাঘরে মুুক্তিযোদ্ধা প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ নেন এবং পরে ডা: এম.এ মবিনের সাথে মিলে সেখানেই ৪৮০ শয্যাবিশিষ্ট “বাংলাদেশ ফিল্ড হাসপাতাল” প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। তিনি খুব কম সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান দান করেন যা দিয়ে তারা রোগীদের সেবা করতেন এবং তার সেই অভূতপূর্ব সেবা পদ্ধতি পরে বিশ^বিখ্যাত জার্নাল পেপার “ল্যানসেট-এ প্রকাশিত হয় (তথ্য সূত্র: উইকিপিডিয়া)।

পুরস্কার ও সম্মাননা প্রাপ্তি

জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি ফিলিপাইন থেকে রামন ম্যাগসাইসাই (১৯৮৫) এবং সুইডেন থেকে বিকল্প নোবেল হিসাবে পরিচিত রাইট লাভলিহুড (১৯৯২), মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ^বিদ্যালয় থেকে ‘ইন্টারন্যাশনাল হেলথ হিরো’(২০০২) এবং মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। তিনি ২০২১ সালে আহমদ শরীফ স্মারক পুরষ্কার পান (তথ্য সূত্র: উইকিপিডিয়া)।

তাঁর মৃত্যুতে দেশ বেসরকারি স্বাস্থ্য খাতের একজন নক্ষত্র এবং দেশপ্রেমিককে হারিয়েছে।

আমি প্রশিকার সকল স্তরের কর্মীদের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সিরাজুল ইসলাম
প্রধান নির্বাহী
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।


প্রয়াত জনাব লোকমান হাকিম

নির্বাহী পরিচালক, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার

শোকবার্তা
আগস্ট ১৬, ২০২৩

আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের সাবেক সহকর্মী বর্তমানে পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান জনাব লোকমান হাকিম গত ১০.০৮.২০২৩ তারিখ সকাল ৭.৩০ ঘটিকায় কুমিল্লা মুন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি একজন অসাধারণ এনজিও ব্যক্তিত্ব ছিলেন। তাঁর উদ্ভাবন, উদ্যম ও সাফল্য এনজিও অঙ্গনে সমাদৃত ও প্রশংসিত হয়েছে। তিনি পেইজে কর্মকালীন তাঁর কর্মকৌশল, ব্যপকতা ও সাফল্য গাথা কাজের মাধ্যমে সংস্থার সম্মান অর্জন করেন।

প্রশিকার পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাফফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সিরাজুল ইসলাম
প্রধান নির্বাহী
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।


 
© 2022 Proshika. All Rights Reserved.