Proshika Awards



সম্মাননা স্মারক

পরিবেশ-অনুকূল চাষাবাদের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রকে “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার স্বর্ণপদক” সম্মাননা স্মারক প্রদান করা হয়।


“পিয়ারচাঁদ বিবি” পালা নাটক মঞ্চায়ন

কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় দিবসসমূহ পালনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন (১৭ই মার্চ), স্বাধীনতা দিবস (২৬ মার্চ), বাংলা নববর্ষে (পহেলা বৈশাখ), সঙ্গীত, আবৃত্তি, গীতিআলেখ্য পরিবেশন করা হয়েছে। মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষ্যে মানিকগঞ্জ সদরে বিজয় মেলায় গণসংস্কৃতি বিভাগের পরিবেশনায় মুুক্তিযুদ্ধভিত্তিক “পিয়ারচাঁদ বিবি” পালা নাটক উপস্থাপন করা হয়। নাটকটি উপস্থাপনের পূর্বে গীতিআলেখ্য “আমার গান আমার বিজয়” পরিবেশন করা হয়। এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রশিকা প্রথম স্থান অর্জন করার কৃতিত্ব স্বরূপ একটি পুরষ্কার পেয়েছে।


 
© 2022 Proshika. All Rights Reserved.